ত্রিপুরা তথ্য আয়োগ ফাইল ও অন্যান্য নথিপত্রের অবস্থান জনিত ও ফাইল অন্তর্ভুক্ত তথ্য বৈদ্যুতিক মাধ্যমে তত্ক্ষনাত্ পাবার নুতন পদ্ধতি (RMIS) করেছেন এবং আয়োগের রেকর্ড রুমের আধুনিকিকরণ করা হয়েছে।
সুচারুরূপে তথ্য সংরক্ষন ও সহজে তথ্য হস্তগত করার লক্ষ্যে অন্যান্য দপ্তরের আধিকরিকদের প্রয়োজনে প্রশিক্ষণ দেবার ব্যবস্থা ও করা হয়েছে।
তথ্যআবেদনকারীদের সুবিধার জন্য বাংলা ভাষায় পুস্তক প্রকাশ করা হয়েছে|