সংবিধানের ১৯(১)(ক) ধারার অধীনস্থ মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে মৌলিক অধিকারগুলির মধ্যে একটি অন্যতম অধিকার যেটা কিনা নাগরিকদের সরকারের কাছ থেকে তথ্য অনুসন্ধান করার নিশ্চয়তা দিয়েছে|সরকারী তথ্য সম্পর্কে অবগত নাগরিক ও তথ্যের স্বচ্ছতা গনতন্ত্রের পক্ষে আবশ্যক এবং এটাই সরকার এবং তার প্রতিষ্ঠানগুলিকে দুর্নীতিমুক্ত করে নাগরিকদের কাছে দায়বদ্ধ রাখে| প্রত্যেক জন কর্তৃপক্ষের কাছে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা বৃদ্ধির জন্য তাদের কাছে অধিকারে থাকা তথ্য যাতে নাগরিকরা সহজভাবে পেতে পারেন| সেই উদ্দেশ্যকে মাথায় রেখে ভারত সরকার তথ্যের অধিকার আইন প্রণয়ন করেছেন|
ত্রিপুরা তথ্য আয়োগের কাছে অনলাইন অভিযোগ ও আপীল দায়ের করা যায়। তথ্যের অধিকার আইন এভাবে তথ্য প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।
পাতা: 1 | 2 | পরবর্তী পাতা
|