তথ্যের অধিকার সংক্রান্ত আইন - ২০০৫ | |
সংসদের এই আইন ১৫ই জুন, ২০০৫ তারিখে রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্ত হয় এবং ভারতীয় গেজেট, একষ্ট্রা অর্ডিনারিতে সাধারণের অবগতির নিমিত্ত প্রকাশিত হয়।
এই আইনে জন কর্ত্তৃপক্ষের নিয়ন্ত্রনে থাকা তথ্যে নাগরিকগণের অধিকার প্রাপ্ত হইবার ও ব্যবহারের অধিকারের প্রকৃত মাত্রা বিধিবদ্ধ করা হইয়াছে। ইহার উদ্দেশ্য প্রত্যেক জন কর্ত্তৃপক্ষের কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতার উন্নতি ঘটানো, কেন্দ্রীয় তথ্য আয়োগ ও রাজ্য তথ্য আয়োগ স্থাপন এবং তৎসম্পর্কিত বা তৎসংশ্লিষ্ট বিষয়গুলি নির্দিষ্ট করা। |